হরের রকমের মানুষের ভিড়ে দেখি কতোজন আছে
আপনার কথা বেমালুম ভুলে লাগছে অপরের পাছে।      
কার কথা সত্য, কার অসত্য-তা যাচাই করতে হবে,
সত্যাসত্যের বিচার-বিশ্লষণে এসেছে যেনো এ ভবে!
কার কাজে খুঁত, কারই বা নিখুঁত, সেটাও দেখা চাই;
এছাড়া যেনো আর মহৎ কর্ম এই মানব সমাজে নাই।  
কার পোশাকে, কার ভূষণে আছে কতো দাগ জড়িয়ে
তারই হিসেবে দিতে হবে তাকে সমালোচনায় ভরিয়ে।  
কোন আয়োজনে কিসের স্বল্পতায় হলো কী যে ভণ্ডুল
চুল চিরে চিরে সেসবের মূল বিশ্লেষণে করবে হুলস্থূল।    
যা হয়েছে তার চাইবে ব্যাখা, যা হয়নি সেটাও খুঁজবে,
অপরের মতের তোয়াক্কা না করে নিজের মতো বুঝবে।
এমন অদ্ভুত মানুষের সংখ্যা এ জগতে নগণ্য তো নয়,
পরচর্চায় ব্যস্ত লোকেরা জগতে মহানির্বোধ হয়েই রয়।