স্বাধীনভাবে বাঁচার কারণে একটি সরকারও থাকা চাই,
সে সরকারের প্রতি সবার অতি বিশ্বাসের বিকল্প নাই।
জনতার বিশ্বাসের মূল্য বোঝে এমন সরকার যদি চায়
স্বাধীনতার অধিকার নিশ্চিত করে দেয় সুশাসন ছায়ায়।  
যায়নি পাওয়া সেথায় প্রকৃত স্বাধীনতার অমৃত আস্বাদ  
যেখানে জনতা-শাসকের দ্বন্দ্ব করে দেয় শান্তি বরবাদ।  
যে দেশে সক্রিয় স্বাধীনতাকামী সংগ্রামী জনতার দল,        
সে দেশের স্বাধীনতার তরে লড়তে হয় একত্রে সকল।
জনতা-সরকারে মেলানো যে হাতগুলো চায় অধিকার  
সে সম্মিলিত হস্তসকল ছিনিয়ে আনে মুক্তি, স্বাধিকার।  
স্বাধীনতার মহারণে লড়ে বিজয়ের মুক্ত-অবাধ বিশ্বাস,  
স্বাধীনতার সমীরণই যে উন্নতি-অগ্রগতির শ্বাস-প্রশ্বাস।