জন্ম নিলে ভবে বাঁধা পড়ে যাবে নিয়ম-নীতির শৃঙ্খলে  
লঙ্ঘিলে সীমা আইনী জালে আটকাতে হবে রায় বলে।  
বিমুক্ত বিহঙ্গ উড়ছে যে হাওয়ায় স্বাধীন যে তার ডানা
তারও তো এক সীমানা থাকে বেশি উপরে যেতে মানা।    
স্বাধীন বৃক্ষরাজি মুক্ত বনানী বাড়ে না তো আকাশ ছুঁতে,    
যা রয়ে গেছে একের মাঝে চাইলেও তা মেলে না দুতে।
জলজ যে প্রাণী জলেই জীবন, জল ছাড়া বাঁচতে পারে?
যে সীমায় বদ্ধ প্রকৃত জীবন তা ছাড়লে বিপদ যে বাড়ে।  
ইচ্ছে স্বাধীন, ভাবনা স্বাধীন- বাস্তবে স্বাধীন কেইবা হয়?  
কোনও না কোনও কারণে যে সে পরাধীনতায় বদ্ধ রয়।    
যতো শ্রম যতো প্রাণ যতো রক্ত হোক স্বাধীনতায় সাধা,
প্রত্যেকের স্বাধীনতা আদতে এক পরাধীনতা ছকে বাঁধা।