পূর্ণ চাঁদে পায় না কদর মেঘে যদি আড়াল থাকে,
থমকে যাওয়া জলের নদী পড়ে অবহেলার বাঁকে।
ঢের কুয়াশার পর্দা দিয়ে বাধা পেলে রবির আলো  
কেউ পায় না উষ্ণতা তার, দিনেই যে নিশিকালো।    
গহীন বনে ফোটা ফুলের যতো থাক রঙ ও সুবাস,
অলক্ষের ফুটন্ত ফুল অলক্ষেই তার হয় যে বিনাশ।  
গুপ্ত ধনের মূল্য কি রয় কাজেই যদি না লাগে সে?
গুরুত্বহীন সে সুখের মর্ম ঘুমকাতুরের ঘুমবিলাসে।
ফলানো যে ফল হলো না ভোগ সে ফলে কী হবে?
জন্ম বৃদ্ধি পক্বতা যেথায় সে তো সেথায় পচে রবে।
অর্জিত যে জ্ঞান জ্ঞানধারীর মাথায় র'লো চিরকাল  
মানবের তরে না লাগলে সে যেনো মৃতের কঙ্কাল।
মানুষের বেশে জন্ম নিয়ে যদি মানুষকেই না বুঝে
সে জন্মের কী সার্থকতা থাকে- পায় না কেউ যুঝে।
প্রতিটি সৃষ্টি কিছু উদ্দেশ্য নিয়েই জন্ম নেয় এ ভবে,  
সে উদ্দেশ্য পূরণ হলেই কেবল সে সৃষ্টি সফল হবে।