টাকা কড়ির অভাব হলে সেই অভাব যে দূর করা যায়;
অভাববোধই স্বভাব যাদের তাদের অভাব বিস্তৃতি পায়।  


দু'হাত ভরে পেলেও তারা অভাব যাদের মেটে না কভু,  
ঘরের ভিতর সিন্দুক ভরা তবুও বলে 'আরও দাও প্রভু'।


নিজেরটাকে আঁকড়ে ধরে লুটতে যে পটু পরের গুলোও;
লুটে নেবে সাবাড় করে সম্মুখে যদি পায় বিন্দু, ধুলোও।


লুণ্ঠিত জন যতো কাঁদুক, যতো ঝরে যাক শোণিত ধারা;  
যাদের লোভে সমাপ্তি নেই মানবতার মূল্য দেয় না তারা।  


গরীবের ঘরে সিঁদ কেটে হোক কিম্বা তাদের জিম্মি করে
যা বাগে পায় করছে লোপাট, ছোটে আরো প্রাপ্তির তরে।    


আগে পিছে গড়ে সম্পদের পাহাড় বৈধ আর অবৈধ পথে,
তবুও তাদের অধিক সম্পদের লোভ যায় না কোন মতে।    


অল্প কিছু পেয়েই সন্তুষ্ট যারা তারা কখনোও দরিদ্র নয়;
অবিরাম অধিক লোভ যাদের তারা চিরদিন দরিদ্রই রয়।