আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা ভাবি খুব কম,
যা নেই তা নিয়ে ভাবতে ভাবতে ফেলতে পারি না দম!


কী পেলাম আর কী পেলাম না, এমন হাজার প্রশ্ন করে
সৌরদীপ্ত সুন্দর দিনগুলোকে দেই গভীর আঁধারে ভরে।  


দুই চোখেতে যেনো সহনীয় হয় না অপরের ঘরের সুখ,
আপনার ঘরে সুখটা না দেখেই আপন অন্তরে ধরি দুঃখ।    


কতো সময় এমনি যে যায় শুধু চাওয়া-পাওয়ার তরেই,
হাতড়িয়ে বেড়াই সে সুখ খুঁজতে যে সুখ নিজের ঘরেই।  


আপন ঘরে যা কিছু আছে তা নিয়ে ভাবি কী একটি বার?
আমার জীবনে আমি যা পেয়েছি তাই বা আছে ক'জনার?


যা পেয়েছো তাতে সুখী না হলে, শুধু চাইলে ক্ষণে ক্ষণে।  
প্রতিটি দিনই অতৃপ্তিতে কাঁদবে, সুখ মিলবে না যে মনে।