হায় মানবের ধনসম্পদ, কেমন যে হয় তোমার রঙ;  
কোন যাদুতে বদলে যে দাও মানব চলাফেরার ঢঙ।  


কী কারণে কী রূপ তোমার- সেটা বোঝা ভীষণ দায়,  
তোমার ছোঁয়া পেলে বুঝি মানবের রূপ বদলে যায়?    


সকলের কাছে চিহ্নিত যিনি সর্বাপেক্ষা সজ্জন লোক,
টাকার কারণেই তাঁর কাছেও সৌজন্য হারায় স্মারক!    


ঈশ্বরবাদী মহান যে সাধু ধর্মের পথে নিবেদিত প্রাণ  
দু'হাতে আসলে টাকা তাঁর সাধুতা নিয়ে প্রশ্নের বান!        


যে ব্যক্তি নিঃস্বার্থ অতি দেশ সেবায় ছাড়ে আপন ঘর,  
তার কাছে আসলে ধনসম্পদ সেও হয়ে ওঠে স্বার্থপর!      


অত্যন্ত কাছের মানুষ যারা কামিয়ে যায় প্রচুর টাকা,  
টাকার নেশায় মিথ্যে সম্পর্ক মধ্যখানে বিস্তর ফাঁকা!  


ও টাকা, কি শক্তি তোমার! বদলে দাও রকম-সকম।    
তোমায় পেলে চেনা মানুষও হয়ে যায় যে অন্য রকম।