কারণে, অকারণে পচে গেছে যা পচাই পড়ে থাক না,
কেনোইবা তুমি আঁকড়াতে তারে দিতে যাবে ঢাকনা?  


মরেই যদি যাবে কোনো কিছু, মরার বহু কারণ যার,
রেশমি কাপড়ে যতনে জড়ালে বেঁচে থাকা হবে তার?  


অতি শোকের হাজার কারণ দিলে দুঃখ, ব্যথা, যন্ত্রণা
কাতরিয়ে বুঝি ভুলে যাবে তুমি জীবন বোধের মন্ত্রণা?  


মৃত্যু যার চৌকাঠে দাঁড়ায়ে বাঁচার তরে সে হাসবে না,  
আশার কীর্তন জপলেও যে আর নবজীবন আসবে না।  


আজ যার মাঝে জীবনবায়ু নেই, নেই জৈবিক স্পন্দন,  
তোমার চলন থামিয়ে বুঝি তাকে নিয়ে করবে ক্রন্দন?    


সময় প্রবাহে থমকে গেছে যা চলতেই পারে না নিজে,
তোমাকে তা চালাবে কী করে? বোধই তোমার কী যে!  


হোক প্রিয় তবুও তাকে শেষ বিদায় দিয়ে জাগাও মন,    
দুঃখ-শোক-যাতনা পেরিয়ে চলার নামই মানব জীবন।