হাজার লাখো প্রাণীর এ বিশ্ব অতি বিস্ময়কর বটে,
যে যার ধারায় চলছে সদাই স্বাচ্ছন্দে আপন পটে।
বৈচিত্রের অভাব নেই যে কোথাও দেখি নেত্র খুলে;
কোথাও আঁধার ছড়িয়ে পড়ে কোথাও আলো দুলে।
আছে পতঙ্গ, আছে উদ্ভিদ, আছে যে কতেক পাখি,
আছে কতো কোষী-অকোষী কীভাবে হিসেব রাখি!  
আছে যে পঞ্চভূত অপ্‌, তেজ, মরুৎ, ব্যোম, ক্ষিতি;
তারই ধারায় অবিরাম চলন আছে, আছে চিরস্থিতি।
ধন-রত্ন সম্পদ আছে, আছে বিত্ত বৈভব চারিদিকে;
রাজ-সিংহাসন, অসীম রাজত্ব যা কিছু আছে টিকে।
দেখি তো নদী-সাগর-মহাসাগর, বন-বনানীর ছায়া;
ধরণীর বুক জুড়ে যেনো আছে হাজার কালের মায়া।
জীবন আর জড় সকলেই মিলে মৃত্তিকায় গড়ে প্রাণ,
প্রত্যেকেই তার আপন গুণে ভুবনে হয়েছে মূল্যবান।    
সৃষ্টির মহারাজ্যে শ্রেষ্ঠতম আসনে আসীন মানুষগণ;      
আর মানুষের মাঝে বড় মূল্যবান যে মানুষেরই মন।