.   এই ভুবনের যেখানটাতেই, যতো দূরেই যাও
বাঙালির মতো ভক্তি-প্রবণ জাতি কোথাও খুঁজে পাও?


     বাঙালিদের প্রাণের ভিতর শ্রদ্ধাবোধের ধারা
অন্তরের গহীন থেকে সম্মান দিয়েই মান্য করে তারা।  


     ভক্তি করতে খুঁজে নাতো তারা অজস্র কারণ,    
বাঙালি জাতি যে শ্রদ্ধা-ভক্তি করাকেই মানে ধর্মাচরণ।  


    ভক্তি শ্রদ্ধা জানালো যে কাকে বিচার্য্য তা নয়,
শিষ্টতা, ভক্তি-প্রবণতাই যে বাঙালির সভ্যতার পরিচয়।  


   অন্তরে যার ভক্তি নেই, শুধু বাগ্‌বিস্তার ছলনা,
তারে তুমি যা ইচ্ছে বলো, শুধু 'বাঙালি' কভু বলো না।