পথভ্রষ্ট মানুষকে দেখাতে আলোকিত সরল পথ
যুগে যুগে কালে কালে সৃষ্টি হয়েছে বহু ধর্ম-মত।


মানুষের প্রয়োজনেই সৃষ্ট যতো ধর্ম পৃথিবী জুড়ে
মানব কল্যাণেই স্তুতিগীতি গায় পুণ্যবীণার সুরে।  

ধর্মের ধ্বজা বইছে যে কাঁধে মিথ্যা কভু না বলে,
যে পথ সত্যের নির্মল সুন্দর সে পথ ধরেই চলে।  

ধর্মের বাণী শুনে যে কানে মানে না কর্মের মাঝে,
মনুষ্য রূপে স্খলন ঘটে তার ধ্বংসের ঢাক বাজে।


ধর্মের তরী বইছে যে সাগরে উছলে ওঠলে ঢেউ,
শক্ত হাতে ধরলে বিশ্বাসের হাল ডুবে নাযে কেউ।  


সেই অভাগা পড়ছে দরিয়ার কূল ভাঙা জল তলে
বিকৃত খেয়ালে নির্বুদ্ধিতায় যে অধর্মীয় কথা বলে।  


জ্ঞানীগুণী জন সদা করছে জ্ঞাপন ধর্মের যথার্থতাঃ
সকল সময়ই ধর্মই বলছে মানুষের মঙ্গলের কথা।