কাব্য নয় তো শুধু ছন্দ-মাত্রা-অন্তমিলের খেলা,
নয় আবেগের অসম বিচ্ছুরণ, অনুভূতির মেলা।
বাস্তবতা বিবর্জিত কল্পনা নিয়েই শুধু কাব্য নয়,  
জগৎ থেকে দূরে অজানাও নয় কাব্যের পরিচয়।
সে পারে না কবি হতে যে আবিষ্ট রয় অবাস্তবে
হৃদয় সঞ্চারণ নেই, নেই বোধ জাগ্রত অনুভবে,
হৃদয় যার সঠিক স্থানে নেই, চিত্ত যার নাড়ে না
শত চেষ্টা করেও কভু সেজন কবি হতে পারে না।