গদ্য, গল্প, উপন্যাস, প্রবন্ধ যেনো হাজার কথার বান
শব্দের পর শব্দ জুড়ে ছুটে চলে কতো যে কথার যান!
নাটক-নাটিকা, রূপকথা ভরে অতিকথন কম নয় তো
কখনো ভারি কথার জটে পাঠকের সহিষ্ণুতা ক্ষয় তো!
অংশের পর আরেক অংশ, দৃশ্যের পরে আরেক দৃশ্য,
কখনো লাগে যৌক্তিক-সংলগ্ন, কখনো ফের অবিমৃশ্য।
কাব্যের ভাষা মনোমুগ্ধকর অতি, সবাই করবে স্বীকার;  
অতিকথনের ভারে উত্যক্ত করে মনে আনে না বিকার।
সুগঠিত সুললিত ভাষায় বহমান কাব্য ছন্দে ছন্দে চলে  
গদ্যের তুলনায় অনেক অল্প শব্দে অনেক কিছুই বলে।