বাস্তবতা নিষ্ঠুর অতি, জীবনতো সংগ্রামসম,
ঘাত-প্রতিঘাত আসে, বিক্ষত হয় অন্তর মম।  
চারিদিকে হিসেব চলে চাওয়া-পাওয়া নিয়ে,
যা রয়েছে শূন্য পড়ে তা পুরিবো কী দিয়ে?
চিন্তার বহর এসে নিত্য ভরে মস্তিষ্ক সমূলে,
ক্ষণে জাগে আশা, ক্ষণে যাই নিরাশার কূলে।    
বস্তুবাদিতার মাঝে পাই না তো আকীর্ণ সুখ,
কখনো হাসি, কখনো কাঁদায় অবারিত দুঃখ।  
জগতে সুখ বলতে যে জন অপার শান্তি বুঝে
তবে যেনো সাহিত্যের মাঝে সেই সুখ খুঁজে।  
যে শান্তি সাহিত্যে আছে তাতো অমৃতায়মান,
শক্তির কল্প ফলের রসে তা যে মধুর সমান।
আধিব্যাধি-বিজড়িত, কর্মতাপতপ্ত এই জীবন
নিরাশা-তুহিনাচ্ছন্ন সংসারে পায় ব্যথার বরণ।
মুক্তি ও সুখের পথ কেউ যদি পেতে কভু চাও,  
নিশ্চিন্ত মনে তবে সাহিত্যের মাঝে চলে যাও।