বলো না মানুষ তাকে নেই যার সংগীতীয় মন
সুরের যাদুতে মজে না সে বেরসিক কোন জন?
নিরেট ব্যস্ততায় যে পেতেছে কান সুর লহরীতে
ক্লান্তি ছোঁয় না তাকে কভু এ কর্মময় পৃথিবীতে।
সে জন নীরস খুব যে খোলে না কবিতার বই
হৃদয়ে দুয়ার দিয়ে সে ধরে রাখে আঁধার অথৈ।
কাব্যের ছন্দ দোলায় দোলে না যার জড় মন
তার কাছে এ পৃথিবী আনে নিরানন্দ সারাক্ষণ।
যার চোখ চমকিত নয় চিত্রকলার সুন্দরও পটে
মানুষ নয় তো সে, এক পাথরের মুর্তিই বটে!
যার কাছে মূল্যহীন কাব্য-সুর-সঙ্গীত-চিত্রকলা
সে নীরস, হৃদ্যতাহীন মানুষ রয় শুধু নিষ্ফলা।