অতীব ধন-দৌলতে যার অহম কাঁপায় ধরা
তাকে দিয়ে শান্তির ধারায় যায় পৃথিবী গড়া?
যার লোহিতে মিশ্র দাপট মানে নাকো নীতি
তাকে দিয়ে যায় দূর করা অমঙ্গলের ভীতি?
যার অন্তরে অঙ্গার অধিক নিম্ন চিন্তার বাস
তাকে দিয়ে যায় কি করা অসৎ কিছু নাশ?
অশিক্ষা, কুশিক্ষার বাতিক ভরেছে যার মন
তাকে দিয়ে জন সমাজ মুক্তি পেয়েছে কখন?
যার বিবেকের তাড়না নেই; বদ্ধ, মৃত বোধ
তাকে দিয়ে হয় কি কভু অন্যয়ের প্রতিরোধ?
ধরনী জুড়ে যতোই পড়ুক দৈবশক্তির আলো,
ব্যর্থ ও তুচ্ছ সব, যদি মানুষ না হয় ভালো।