আজ যে কবিতা লিখে যায় কবি কাল তা বলবে ঠিক
এই এক মহান কবিতা পাঠে খুঁজে পাবে সাধিত দিক।
ভাবতেই পারো আজ এ কবিতা নয় কো তেমন কিছু,
কাল তোমার সুবোধ জাগ্রত হলেই ছুটবে তারই পিছু।
আজকে এ কবিতা হয় তো পেলো না সঠিক মূল্যায়ণ,
কালকে ঠিকই এই কবিতা হবে সর্ব সাফল্যের কারণ।
এই কবিতাকে হাল ধরে নাবিক চিরযৌবন খুঁজে পায়,
সারা জীবন সে নাবিক চুম্বন করে সৌন্দর্যের প্রতিমায়।
এই কবিতারই কণ্ঠেতে ঝরে অনন্ত সব মানবতাগীতি;
কবিতাই করে সৌন্দর্য সৃষ্টি, কাব্যকথায় শেখায় নীতি।