নাম যশ খ্যাতি পেতে রাতারাতি চলছে কতো ফিকির!
নিজে বাঁচলে আগে নিজেরই নাম- এমনই সব জিকির।
বিচার, বিবেক শিকেয় তুলে যে যার মতো লড়ছে রণ;
অন্ধকারে কিম্বা মন্দ পথে হোক না পাওয়া অসীম ধন।    
ধন, সম্পদে কে হচ্ছে উঁচু- সেটাই সবাই দেখতে চায়!
রীতি-নীতি উপেক্ষা করে কে নামে-ডাকে এগিয়ে যায়!
খ্যাতি, ধনদৌলতে উঁচু যে হলো, নীচ রয়ে গেলো মনে
মানুষ নামে তারে ডেকো নাকো কভু মানুষের আভরণে।