যেখানে তোর বাঘের ভয় সেখানেই তোর সন্ধ্যা হয়;
যেখানে তোর ভয় কিছু সেখানেই নেবে পিছু অসময়।
যেথা শুধু ভয়ের বাস, সাহসের সর্বনাশ হচ্ছে সেথায়,
ভয় নিয়ে কে এ ভবে বলো উন্নত হবে? আছে উপায়?
পৃথিবীর সব ভয় হয়ে অতি নির্দয় বেঁধেছে তব চরণ?
তবে জেনে রেখো সে ভয় সর্বখেকো, আনবেই মরণ।