কোনো দিন যে লাগে নি কাজে তারে বলো 'দূর! দূর!',
যে কখনো আসে নি পাশে তারে শোনাও ধিকের সুর!
বিপদে হয় তো পড়ো নি কখনও তাই এমনও আচরণ?
জীবনে সেই সময়ও আসতে পারে যখন করবে স্মরণ,
এ ভবের বাজারে কে যে কখন কার কোন কাজে লাগে
আপন ক্ষমতায় চলতে যেয়ে তা বুঝতে পারে না আগে;  
কখন কোন অবস্থায় যে কার সাহায্যের দরকার হয় বড়,  
এ জগতে তাই প্রত্যেকের সাথে সুশোভন ব্যবহার কর।