বাতাসে ভাসে মানবরক্তের তাজা গন্ধ,
ধরণীর বুকে ছিটকে পড়ে রক্তের ছাপ,
ইথারে ভেসে আসে সন্তান হারানোর মাতৃক্রন্দন,
অনাথ সন্তানের বুকফাটা কান্না,
বিধবা স্ত্রীর বুক চাপড়ানো আর্তনাদ,
চঞ্চল মানুষের নিথর লাশ পড়ে থাকে হাসপাতালের মর্গে।  
একটি লাশ,
দুটি লাশ,
তিনটি লাশ,
লাশের পর লাশ।
ডোমের চাকুতে পড়ে সে লাশ হয় চৌচির।
দিনের আলোয় লাশ,
রাতের কালোয় লাশ,
চারপাশ ভরে যায় লাশে,
তরতাজা মানুষগুলো লাশ হয় অনায়াসে।
প্রতিহিংসায় লাশ পড়ে,
ধর্মান্ধে লাশ পড়ে,
লাশ পড়ে ক্রসফায়ার নাট্যমঞ্চে,  
লাশের পর লাশ পড়ে রাস্তায়-ঘাটে-লঞ্চে।
স্বার্থসিদ্ধিতে চাই লাশ,
নাটক সাজাতে চাই লাশ,
দোষারোপে চাই লাশ,
লাশের জন্য চাই লাশ,
মুসলিমের লাশ,
হিন্দুর লাশ,
বৌদ্ধের লাশ,
খ্রিষ্টানের লাশ,
চাকমার লাশ,
মারমার লাশ,
রাখাইনের লাশ,
সাঁওতালের লাশ।  
মাথার উপরে উড়ে মানুষখেকো চিল,
ধরণীর বুকে একটার পর একটা লাশের মিছিল।