হৃদয়ের দ্বার খোলা হোক আজি
              দক্ষিণা হাওয়ার তরে
ফাগুণের দোলা লাগুক তবে
              আমার ছোট্ট ঘরে।


ছিলাম শুষ্ক, রুদ্ধ, জরায়
              বদ্ধ ঘরের ভিতর,
ত্যাজ, রুক্ষ, জীর্ণ, শীর্ণ,
              ভগ্ন দেহে নিথর।


পাখা দুখানি দিয়েছি মেলে
              উড়ে যেতে নেই মানা,
স্বাধীনতা বুঝি একেই বলে
              ছিলো না আমার জানা।


চারদিক রেখে খুব খোলামেলা,
              মনে যদি থাকে অন্ধকার,
তুমি তবে থাকো নিয়ে সারাবেলা  
              পরাধীনতার বদ্ধ দ্বার।  


ধ্যান ধারণায় বদ্ধ থাকলে
              কর্মে গোঁড়ামি লব্ধ,
স্বাধীনতা তোমার দুয়ারে এসে
              ফিরে যাবে নিঃশব্দ।


জীবনটাকে আলোকিত করে
              স্বাধীনতার স্বাদ পেতে চাও?
কুসংস্কার আর গোঁড়ামির বাঁধ
              ভেঙ্গে তবে আজ বাইরে যাও।


স্বাধীনতা হলো খোলা বাতায়নে
              দক্ষিণা হাওয়ার মুক্ত ঢেউ।
নিজের মনকে সংকোচিত রেখে
              প্রকৃত স্বাধীনতা পেয়েছে কেউ?