হায়! সময়ের এমনই হাল,  
চলছে শুধু চালাকি চাল,
জুটছে শুধু উটকো ভেজাল,  
পড়ছে মানুষ জালে।


থাকতে টিকে মাখছে যে তেল,
তোষামোদও চলছে অঢেল,
শান্ত মাথায় চলবে যে রেল
চলতে হবে তালে!  


সম্মুখে যা যাচ্ছে ঘটে
কিম্বা গুজব যাচ্ছে রটে
হোক না কিছু সত্য বটে
যাও, দেখে যাও শুধু।


কে বা কারে মারছে ধরে,
হয়তো টানে জুলুম করে,  
লুটিয়ে নিয়ে নিজের তরে
যাক, করে যাক ধূধূ।


করছে কারা সাগর চুরি,
উপরি পেয়ে বাড়ায় ভুঁড়ি,
লাগিয়ে হাওয়া যাচ্ছে উড়ি,
পড়লেও চোখে দেখবে না।  


কে কারটা করছে দখল,
যাচ্ছে করে শুধুই নকল,
নিজের করে নিচ্ছে সকল।
প্রচার তরে লেখবে না।


হোকনা জুলুম লোকের ‘পরে,
বুবুক্ষুরা থাকুক ঘরে,
না খেয়ে থাক য’দিন ধরে,
সে কথা কেউ বলবে না।


বুকের ভিতর কষ্ট চেপে
বলবে কথা মেপে মেপে
সত্যি কথায় প্রলেপ লেপে,
মুখ থেকে তা গলবে না।  


ছয়কে কারা করছে নয়,
জানলেও তা বলতে হয়?  
চুপটি থাকো, করো ভয়।
কপাট লাগাও ঘরে।


মগ নিয়েছে মালিকানা
দেশটা হবে তাদের খানা,
আমরা হবো ব্যাঙের ছানা,
থাকবো কোণায় পড়ে।


যষ্ঠি হারায় অন্ধজনে,
কেউবা হাসে সেই শোষণে,
নিঃস্ব জনের সব হরণে
কেউ হয়ে যাক রাজা।  


যতই থাকুক সত্য জানা,
উচিত কথা বলতে মানা,
থাকো সেজে বোবা-কানা,
নইলে পাবে সাজা।