অরুণ রাঙ্গা সকাল ছিল, ছিল দুপুর বেলা
গড়িয়ে সেটা বিকেল হত, বসত রাতের মেলা।
আসতে তুমি, বসতে পাশে, ভালোবাসার আলোয়,
ছড়িয়ে যেত তোমার আভা কুচকুচে রাত কালোয়।
স্বপ্ন ছিল দুচোখ জুড়ে, বুকে রঙ্গিন আশা,
বুঝতে তুমি মহাজ্ঞানে না বলা সব ভাষা।
হাতের মাঝে হাত মিলিয়ে, প্রাণের মাঝে প্রাণ
হারিয়ে যেতাম স্বপন মাঝে স্বর্গ সুখের ঘ্রাণ।
চোখের 'পরে চোখ মিলিয়ে আঁকা মনে ছবি,
তুমি আমার কাব্য ছিলে, আমি ছিলাম কবি।
সকাল শেষে দুপুর হত, দিনের শেষে রাত,
চোখ থেকে তাও চোখ সড়েনি, হাতে রাখা হাত।
পাশাপাশি বসেই যেত হাজার-কোটি মাস!
সব বিলানোর সময় হল আমার সর্বনাশ।
দুচোখ থেকে জল ঝরে আজ, শুণ্য দেখি বাড়ে,
স্বপ্ন আশা ধুলোয় মিশে কষ্টগূলোই ছাড়ে।
সব হারালাম, পেলাম শুধু বিষাদ-দহন-জ্বালা,
এখন আমার পৃথিবীকেই ছেড়ে যাবার পালা।
আসব না আর ফিরে কভু, বাসব না আর ভালো
সকল আঁধার আমিই নিলাম, তোমায় দিলাম আলো।