ঝরা শোনিতে আমি ডানাকাটা পাখি
নিজেও জানি না কিভাবে বেঁচে থাকি।
নোনা জলে দুটি চোখে হতাশার পাঁক,
আশা-ভাষা থেমে গেছে, চলি নির্বাক।
এপার ওপার ছুঁটি, মিলে না হারাধন,  
হাহাকারে বুকে বয় বিষের যাতন,  
সারাদিন যায় বয়ে পথ প্রান্তর চষে,  
বেলা শেষে কাঁদি আমি দুয়ারেতে বসে,
কীইবা করবো এই ঘরে ঢুকে আর,
তুমি বিনে সে তো লাগে অসহ্য আঁধার।  
যে বাতাস ঘরে ঢুকে বিষ মাখা তাতে
প্রশ্বাসে পিষ্ট করে মারে দিনে রাতে।
আমার 'আমি' তো সেই কবে গেছে ক্ষয়ে!
কী যাতনা আমি বুঝি তুমি বিনে রয়ে।  
অজানা অভিমানে তুমি চলে গেছো দূরে,  
নিত্য তাকিয়ে থাকি, কাঁদি চাপা সুরে।
এভাবে যায় না বাঁচা, সে তো আমি জানি।
ফিরে কি আর আসবে না তুমি অভিমানী?