পূর্ণ করবে ভেবে যেদিকে বাড়াই দুহাত, দেখি সবই অন্তঃসারশূন্য, খালি;  
গন্তব্য ভেবে যেখানে থেমে রাখি দু’পা, সেখানেই ঘোর বিপদ, চোরাবালি!  
যেখানে আশার আলো করে ঝলমল, ভাবি যাকে অতুল্য, অমূল্য জয়,  
চেতনার প্রদীপ জ্বেলে বুঝি, যা করেছি তা মেকী, পণ্ডশ্রম ছাড়া কিছু নয়;    
তমশা করতে দূর বাঁধি যে আলোর সুর, সেই তো আনে ঘোর অমানিশা,    
চলার পথে যে টানবে সম্মুখে তাকেই দেখি মাঝপথে হারায়েছে দিশা,  
যে সুরের মূর্ছনায় এ হৃদয় ভরে যায়, সহসাই বুঝি সে এক করুণ গীত,    
অকালে ধরেছে কাল, সবারই জীর্ণ হাল, মরে গেছে সব অসম পিরিত,  
আছড়ে আছড়ে পরে যে স্রোত সে স্রোতেই ভেঙ্গে যায় যে ঘর বাঁধি,  
কূল ভেবে বাঁধি নাও, সেথায় মাস্তুল ডুবে নিজেই গড়ি নিজের সমাধি।