হয় যদি হোক ভুল তবুও ভাবি আকাশটাকে
তোমার ছায়া হয়েই আমার মাথার উপর থাকে।
হাজার তারার মধ্যিখানে পূর্ণ চাদের দ্বীপ,
ভাবি সেটা মধ্যরাতে তোমার কপাল-টিপ।
রোজ প্রভাতে মন ছোঁয়ানো মিষ্টি মধুর হাওয়া  
ভাবি সে তো তোমার হয়ে বুঝে আমার চাওয়া।  
কান জুড়ানো ঘুম ভাঙ্গানো পাখির কলতান  
নেই তা ভেবে তোমার গলায় সোহাগমাখা গান।  
কর্মমুখী দিবসটাতে হাজার কাজের ভীরে  
সারাটা ক্ষণ খুঁজি তোমায় ব্যস্ততাকে চিঁরে।  
ঘরে ফিরে ক্লান্ত বিকেল শ্রান্ত দুটি চোখে
কল্পনাতে দেখি তোমায় আমার অন্তর্লোকে।
সন্ধ্যাবেলার আকাশ দেখি জ্বলছে ধ্রুবতারা
তোমার মতোই ডাকে কাছে, করে পাগলপারা।  
আঁধার রাতে একলা ঘরে দুচোখ বন্ধ করে
তোমার আলো জ্বালাই আমি স্মৃতিটাকে ধরে।  
এই পৃথিবীর সবখানেতে পাই যে তোমার রেশ,  
তোমায় কাছে না পেলেও ভাবি তোমায় বেশ।
মানুষ তুমি হারিয়ে গেছো, আমার কাছে নাই,
তবু আমি সবখানেতে তোমায় খুঁজে পাই।
সম্মুখে নেই তোমার চলা, আছো তুমি দূরে,  
তবু দেখো, তোমার পরশ আছে আমায় জুড়ে।  
ভালোবাসার বাঁধন বুঝি এমন কঠিন হয়?  
হাত বাড়িয়ে যায় না ধরা,তবু মনে রয়।
ভুল করেও যাই না ভুলে আপন মনেই ভাবি,  
মনের ভিতর বসত করো, এটাই আমার দাবি।
নাই বা আর ফিরলে তুমি, নাই বা মনে রাখো,  
ভাবনার এই জগত জুড়ে চিরটাকাল থাকো।