স্বভাবে আমি যদিও একটু হাবা,
লেখাপড়াতো কম করিনি রে বাবা!
শুধু সার্টিফিকেটে কি আর চাকুরী হয়?
মামা-টাকা না থাকলেই যে নয়।
বুঝলো না তার মা, বুঝলো না তার বাপ,
তাদের মেয়ের জীবনে আমি নাকি অভিশাপ!
থেকে থেকে কতো বেলা হলো যে পার,
বাহানা দোটানা কতোইবা করবো আর?
চোখের জলে ভেসে বললাম, যাবে? যাও।
তবে যাবার আগে মরণের পথটা দেখিয়ে দাও।
নিষ্ঠুর এই জীবন আমায় নিয়ে করছে খেলা,
যে ছিলো জীবনের সব সেও করলো অবহেলা!
কিইবা করবো এই ব্যর্থ জীবন নিয়ে?  
যাকে বেসেছিলাম ভালো মন-প্রাণ দিয়ে
আমার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে আজ সেই মল্লিকার বিয়ে।