জন্মিয়াছো এই ভুবন ‘পরে, মরিতে হইবে জানো,
তাই বলিয়া এখুনি মরিবে, কেমনে তাহা মানো?
মরিবার তরে ভয় করিলেই জেনো মরিবে বারংবার,
মরণের ভয় করিলেই জয়, ইহা বীরের অহংকার।
বিধাতার হাতে তোমার সৃষ্টি, সেই তুমিই মরিবে সহসা!
তবে তুমিই কেন সেরা সৃষ্টি, তোমাতে সবার ভরসা?
বাঁচিবে যতদিন ততদিন আরও বাঁচিবার চেষ্টা করো,
স্বীয় কর্মে সফল হইবার সংগ্রামে নামিয়া পড়ো।
ব্যর্থ হইয়াও ছাড়িও না হাল, আবার লাগাও বাজি,
প্রাণপণ লড়ো, বিশ্বাস ধরো, মরিবে না তুমি আজি।
সাহস রাখিয়া, কণ্ঠ হাঁকিয়া, করো তব কাজ, বীর।
প্রত্যয়ে তোমার হতচকিত লাজুক মৃত্যু আসিবে ধীর।
দিন-মাস-বছর-দশক পেরিয়ে বাঁচো তুমি বহু কাল,
ঠেলিয়া রাখিয়া মৃত্যুরে দূরে, ছুঁড়িয়া ফেলো জঞ্জাল।
মৃত্যু হইবে? তাতে কী? তুমি টুটিয়া সকল বাঁধ,
মহারণে জয়ী হইয়াই নাও মরণের মহাস্বাদ।
মরিলেও তুমি তোমার কর্মেই বাঁচিয়া রইবে ভবে,
সকলে তোমাকে করিবে স্মরণ, অমর কইবে সবে।