বোধের সূর্যে লেগেছে গ্রহণ,
অন্ধকারের ভীর,
হায়া কবে গেছে নির্বাসনে!  
মানবতায় চিঁর।  
পৌরুষে হয়েছে যবনিকা পাত,
প্রতিবাদ পুড়ে ভস্ম।
চারিদিকে যত বচন চয়ন,  
বেশীই মৃত অশ্ব।
অসাড় প্রাণে তরুণ-যুবা
নিভৃতে নিয়েছে বাস।
হস্তে পরেছে চুঁড়ি, কাঁকন,
সময়ের পরিহাস!  
তারুণ্যেতে জরায় ধরেছে,
শোণিতে ধরেছে ক্ষয়,  
দাঁড়িয়ে দেখছে নীতির পতন,
আর কিছু করা নয়!  
গরুর মতন মরছে চেতন
শকুন ধরেছে ঘিরে,
প্রতিবাদি হাত উঠছে না আর,
সবাই যাচ্ছে ফিরে।
দেশমাতৃকার অঙ্গে নেমেছে
হিংস্র হায়েনার দল,
খুবলে খুবলে খাবে সম্ভ্রমখানি
বিবেক গিয়েছে তল।  
পুরুষ পুরুষের উগ্রতা দেখে
ফিরছি যে যার বাড়ি।
আমি পুরুষ, তবে কাজে কাপুরুষ,
ক্ষমা করো মোরে, নারী।