অলক্ষ্যের জীবন- সে তো অথৈ জলে দাঁড়হীন নাও,  
কিভাবে এগোবে যদি আসল লক্ষ্যটাই খুঁজে না পাও?  
দুচোখে স্বপ্ন দেখো দুহাতে কামাবে টাকা কাড়ি কাড়ি?
মানুষ দেখবে তোমার আকাশচুম্বী প্রাসাদসম সব বাড়ি?
তোমায় বইবে দামী গাড়ি? পায়ে ছুঁবে না বালি, মাটি?
সম্পদের পাহাড়ে আসীন হবে বেশ, গায়ে স্বর্ণ খাটি?
পাক-পেয়াদা যাচিবে তোমায় সেবা, কতো আয়োজন!
তোমার হুকুম তালিমে ব্যস্ত সবাই, মেটাবে প্রয়োজন।
দুহাতে বিলাবে তুমি দান-খয়রাত, উচ্চ করতে শির,  
মানুষ করবে তোমার পদলেহন, তুমি যেন মহাবীর!
সম্মান কিনবে টাকায়, মানুষ ভাববে তোমায় মহাপ্রভু?  
কৃত সম্মান শুকনো পাতার মতো, তা ভেবেছো কভু?
দুচোখে স্বপ্ন তোমার, অধীর হয়ে বলো, ধনী হবো কবে?
জীবনে লক্ষ্য করেছো ‘টাকা’, তবে ‘মানুষ’ কবে হবে?