এমন যদি হয় কখনও
চোখ দু'খানা খুলে
আকাশ ভরা তারা দেখে
আমাকে যাও ভুলে;
এমন যদি হয় কখনও
কোমল কায়া গড়িয়ে  
গোমরা মুখে শুয়েই থাকো
আমায় দূরে সরিয়ে;
এমন যদি হয় কখনও
মনে রেখে ছলনা
কাছে পেয়েও মনটা খুলে
একটা কথাও বলো না।
এমন যদি হয় কখনও
রেখে দ্বিধা দ্বন্দ্ব
সকাল-দিবস-সন্ধ্যা-নিশি
করছো গাল মন্দ।
এমন যদি হয় কখনও  
ক্রোধ দেখানোর পর
বৈশাখী ঝড় বইয়ে দিয়ে
ভাঙ্গো মোদের ঘর।
এমন যদি হয় কখনও
অবাক কান্ড আরও
কাছে ঘেঁসে দাঁড়ালেও
চিনতেও না পারো।
এমন যদি হয় কখনও
আমারে যাও ভুলে
দেহটারে পৃথক করে
হৃদয় দিবো খুলে।
এমন যদি হয় কখনও
আর্জি করি কিছু
মিছামিছি কেঁদো নাকো
শবযাত্রার পিছু।
এমন যদি হয় কখনও
জেনে রেখো তবে
সত্যিকারের মিলন মোদের
পরকালেই হবে।