একলা বসে হিসেবের খাতা খুলে
লাভ-ক্ষতির হিসেব কষছো তো?
এতদিনের পোষা মন-পাখিটা
অন্যের খাঁচায় ভরিয়ে দিয়ে বুঝি ভাবছো,
‘হারলাম নাকি জিতলাম’?
খাঁচা ভেঙ্গে পাখি দূর আকাশে চলে গেলে
হারিয়ে যায়, ফেরে না আর কখনও।
তোমার প্রাণের খাঁচায় পোষা পাখি
আমার মনের খাঁচায় বেঁধে রেখেছি।
তুমি মনের বদলে পেয়েছো আরেকটি মন।
তবে কেন করো হিসেব সারাক্ষণ?
লাভ-ক্ষতির হিসেব আমি করি না।  
যা দিয়েছি, দিয়েছি উজার করে,
সবকিছু দিয়ে যাবো আমি আজীবন।
তোমাতে বিলিয়ে সব আমি খুঁজবো সুখের মরণ।
বেহিসেবী ভালোবাসা দিয়ে যাবো জীবনভর,
হারলাম কি জিতলাম, সে হিসেবটাই অবান্তর।
ভালোবেসে কেন এত ইতঃস্তত?
কেন এত প্রশ্ন করো অবিরত?
ভালোবাসার ভিত্তি দ্বিধায় হয় না, জেনো।
ভালোবাসা মানে নয় শুধুই হিসেব কষা।
ভালোবাসার বিনিময় হয় অগাধ ভালোবাসা।
সে ভালোবাসার কি কোন হিসেব হয়?
জেনে রেখো, ভালোবাসা হিসেবের জিনিস নয়।