অগণিত কাগজের অবারিত শ্বেতবক্ষে
কলম খুঁচিয়ে চলেছি অবিরত
লিখি যা চলে গেছে, যা আছে অনাগত,
লিখে চলেছি সব দৃপ্ত কৃষ্ণাক্ষরে।
চেতনাপ্রবাহে চলে অদম্য তোলপাড়,
কাব্যিক দোলায় দুলি এপার আর ওপার।  
তোমারে ধরেনি দু’হাত, ধরেছে এ মন,
কলমের কালিতে রচি তারই আলাপন।  


তোমাকে পাবার প্রয়াস, সে ব্যর্থ হবে জানি,
নাছোড় প্রেমিক আমি, খুব অভিমানী।
আশা নিয়ে কবিতা লিখি তোমাকে পাবার,
কবিতার ছত্রে ছত্রে করি সংগ্রাম আবার।
এ মুখের ভাষা, সেতো বুঝো নাই তুমি,
এ বুকের আশাগুলোও বুঝো নাই তুমি।  
আশায় আশায় কতো দিন হলো গত,
আশা নিয়েই রচি আজ পদ্য অবিরত।