যে মানুষগুলো দুচোখে স্বপ্ন আঁকতো আগে
সে মানুষগুলোকেই এখন লক্ষ্যভ্রষ্ট লাগে,  
অবিরত স্বপ্নের জাল বুনা মানুষ এখন সপ্নহীন,
বাস্তবতার অসহ্য যন্ত্রণায় যেনো হয়েছে বিলীন
অনেকদিনের লালিত সকল ইচ্ছে, আকাংখা, আশা;  
আজ আছে নোনাজলে ভরা চোখ, হৃদয়ে হতাশা ।
দিকভ্রান্ত শ্রান্ত ক্লান্ত মানুষগুলোর স্তম্ভিত চাহুনি,
দিকে দিকে আজ শুধু আর্তনাদই শুনি।
যতদুর চোখ যায় লঙ্ঘিত মানবতা, লাঞ্ছনার বান,
মানব চরিত্র আজ ভেঙ্গে খান খান,
লোলুপ পাশবিকতায় শুধু হেরেছে মানুষ,
বিবেক হারিয়েছে আর হারিয়েছে হুঁশ।  
রক্তের পিপাসায় আজ ধরেছে অনেকে
মানব রক্ত চুষে খায় ছক এঁকে এঁকে।
সোপান হয়েছে মানব, দলিত সমাজ,
মানুষেরে পুঁজি করে এখন উড়ে ধোঁকাবাজ।