অন্ধকারে রেখো না আমায়, রেখো না আমায় থামিয়ে,
কুঁচ কুঁচে ঐ কয়লা খনিতে রেখো না আমায় নামিয়ে।
আমি আলো হতে চাই, আলো।
আমি ভালো হতে চাই, ভালো।
হীন ইঙ্গিতে ভোলাবে না কভু, দেবে না লালসা আর,
আমি ফিনিক্স হয়ে বেঁচে উঠতে চাই ছেড়ে অন্ধকার।
আমি হতে চাই সোনা বড় খাঁটি।
আমার আশার আলোয় দিও না মাটি।   
বিপথে আমায় ডেকো না আর, দাও আমাকে ছেড়ে।
আমি আলোতে খুঁজবো পথ, আমার স্বপ্ন নিও না কেড়ে।
বিলিয়ে দেবো আছে যা আমার মাঝে,
লাগাবো আমায় এই সমাজের কাজে।
তোমাদের এই লোভের জগতে দিলাম লাগিয়ে তালা,
হিংসা, বিদ্বেষ, পাপী-তাপী সব আমাকে দিস নে জ্বালা।
আমি বদলে যাবো, বদলে দেবো সব,
আমি জগতে ছড়াবো সুখের কলরব।
আমাকে রেখো না প্রতিহিংসার বেড়াজালে, দাও মুক্তি।
তোমাদের কোনো অন্যয়ের সাথে করবো না আমি চুক্তি।
আমি হবো না অসাড় ফানুস।
আমি ভালো মানুষ হবো, ভালো মানুষ।