অনেকগুলো দিন তো হলো গত এই এঁটেল স্থলে,
অনেক দিন গেলো কেটে নদী-খাল-বিল জলে,
ধূসর বালুময় ধরণীর বুকে
দোআঁশ মাটি, শস্যক্ষেতের গন্ধ শুঁকে শুঁকে।  
অনেক দিন তো খেললে লুকোচুরি খেলা  
শুভ্র কাশের বনে, বন্যার কাদাজলে ভাসিয়ে ছোট্ট ভেলা।
এবার চলো যাই সমুদ্রের মাঝে
সূর্যোদয়ের প্রভাতে, সূর্যাস্তের সাঁঝে।
হাতে হাত ধরে যাই তরঙ্গের কাছে,  
সাগরের উত্তাল ঢেউয়ে আরও আনন্দ আছে,
সে সমুদ্রে অবাধে খেলবো জলকেলি খেলা
জোয়ারে ভাসবো দুজন, হাঁটবো ভাটিবেলা।
সমুদ্রে স্নান সেরে রাত্রির স্নিগ্ধ শিশিরে
সজীব হয়ে উঠবো আমরা দুজন,
সমুদ্রেই সপে দেবো দুটি দেহ, দুটি মন।