ষোল কোটি মানুষের মাথার উপর একই আকাশ,
এক সূর্যতেই আলোকিত সবার পৃথিবী,
রাতের আকাশ রাঙিয়ে উঠে রুপালী চাঁদ সেও একটিই,
সবার বসবাস এক ধরিত্রীর বুকে,  
শরীরে প্রবাহিত যে রক্ত তাও নয় ভিন্ন কোন রঙের,
শুধু ভিন্ন বুঝি চাওয়া?
মানবতা পদপিষ্ট করে আখের গোছাতে যাওয়া?
ভ্রাতৃহননে কত পটু তুমি আজ!
অমানুষ, পাষণ্ড তুমি মহাত্রাসবাজ।
নীতি বহুদূরে, শুধু আছে দুর্নীতি,
অন্যের দমনে তুমি ছড়ায়ে যাও ভীতি।
পেশীবলে আজ তুমি অস্ত্র উঁচাও,
স্বাধীন দেশটাকে শুধু জালাও-পোড়াও।
ধর্মকে বিকৃত করো, করো কতজন গুম!
তোমাদের কারণে নেই আজ কতো চোখে ঘুম।
লাশ ফেলে পথটাকে সহজতো করো,  
নিজের স্বার্থই বুঝি খুব বেশী বড়?
আমরা সাধারণ এতো বোকা, অন্ধ!
আমরা বুঝি না বুঝি কোনো ভালো-মন্দ?
ধর্ষণ-সন্ত্রাসে করো বাহাদুরী,
তোমাদের কালো থাবায় আমাদের স্বপ্ন যায় চুরি।
মসজিদ-মন্দির দিলে নাকো বাদ,
রাজনীতিটাকে করেছো মরণের ফাঁদ।
জেনে রেখো, অন্যায় বিধাতাও সয়না,
সে কথা কি একটুও সত্য মনে হয় না?
সহ্যসীমা ভেঙ্গে যেদিন জনগণ জাগবে,
নেঙটি বেঁধে সেদিন দেশ ছেড়ে ভাগবে।
সময় হয়েছে, জনগণ, দেশের স্বার্থে লাগো,
সন্ত্রাস, হানাহানি,
ধর্ষণ, রাহাজানি,
টেন্ডারবাজী, চাঁদাবাজি,
অন্যায় নেতাবাজী,
অপশাসন, দুর্নীতি,
হত্যা, গুম, ভয়ভীতি,
অনাচার, দলবাজী
নির্মূল করবো আজি, জাগো জনগণ, জাগো।