মাথার উপর জ্বলেছে জ্যৈষ্ঠের পূর্ণ সূর্য,
গা-পোড়া রোদে হেঁটেছি পথের পর পথ,  
হাঁপিয়ে উঠা নিঃশ্বাস ছেড়েছি কতবার!
ঘাড়ে এসে পড়েছে তপ্ত সে হাওয়া,
ঘর্মাক্ত বুকে দিয়েছি কাগুজে বাতাস,
এক টুকরো মেঘ খুঁজেছি মাথার উপর,
সেও করেছে হতাশ, আমি হেঁটেছি ক্লান্ত দেহে,
তোমায় দেখবো বলে ভুলেছি সে ক্লান্তি,
এক পথের শেষে দাঁড়িয়েছি, সেখানেই শুরু অন্য পথের,
অসহায় পা দুটোতে শপেছি আমার অগাধ নিষ্ঠুরতা,
দূরত্ব- সে কিছু নয়, বুক ফুলিয়ে ভেবেছি দেখা যদি হয়,
তবে কষ্টের অনলে নামবে অধীর বর্ষণ,
সেই কষ্টেই শেষে পুড়ে হয়ে গেছি ছাই,
কথা দিয়েও তুমি সেদিন আসো নাই।
যেখানে বলেছিলে ঠিক সেখানেই দাঁড়িয়ে ছিলাম ঘণ্টার পর ঘন্টা,
সব প্রতিক্ষার হবে অবসান, অনাগত সুখে ভরে গিয়েছিল মনটা,
শেষ বেলা একা বসে প্রশ্ন করিনি নিজেকে, ভালো বেসেছো কি বাসো নি,
হতাশায় পুড়িয়ে কাঁদিয়েছো শুধু, তুমি আসবে বলেও সেদিন আসো নি।