কোথায় মানব সমাজ? কোন সমাজের কথা বলো?
যেখানে প্রতিবাদের ভাষা শুধু শুণ্যগর্ভ স্লোগান,  
যেখানে প্রচায় পায় প্রতারকের নিখুঁত সূত্রমালা,
বিকৃত রুচির মুখে পচে যাওয়া অশ্রাব্য শব্দাবলী,
সংলাপের গতানুগতিক তুচ্ছতা, অকিঞ্চিৎকরতা,
অর্থহীন কথার অবিরাম অসীম জনপ্রিয়তার তকমা,
যেখানে শোষিতের চোখে মুখে সব হারানোর উদ্বেগ,
যেখানে পাপী তাপীর অনুশোচনাবিহীন সদর্পে চলা,
যেখানে বিজয় নিশান উড়ায় ক্ষীয়মাণতা, বর্বরতা,
খেলো আত্মসন্তুষ্টি, অহংকার, ক্রোধ, শূণ্যতা, কুৎসিত ভয়াবহতা,
যেখানে প্রতিনিয়ত দেখি ক্রোধের ন্যাক্কারজনক বিস্ফোরণ,
ফের আকস্মিক নীরবতায় হারিয়ে যাওয়া চিৎকারধ্বনি,
যেখানে রাতের আঁধারে হারায় মনুষ্য চেতনার ছায়ামূর্তি,
যেখানে অসহায়ের বুকের উপর নির্দয় লোকেদের আমোদফুর্তি,
যেখানে মানুষকে নিয়ে মানুষ খেলছে অনবরত, প্রকাশ্য- অপ্রকাশ্য ছলনা,
যে সমাজে নেই মানবতার চেতনা সেই সমাজের কথা আমায় বলোনা।