আমি এক দিকভ্রান্ত, দিশেহারা পথিক
বেরিয়েছি এক অজানা পথের সন্ধানে,
মাথার উপরে খোলা আকাশ আর এক চিলতে মেঘ
মুখে এসে পরে হেমন্তের সোনালি রোদ্দুর
না জানা না দেখা সে গন্তব্য আর কতদূর!    
হিম হিম ভারী হাওয়া গায়ে এসে লাগে,  
নিস্তেজ নিরুত্তাপ মনে যেনো সংশয় জাগে।
                                                                                              
মেঠোপথে ধুলো খেলে শুধু লুটোপুটি,
কোন এক অনুভবে ফের শিউরে শিউরে উঠি,
জমলে ধুলো গায়ে, জোছনায় করবো স্নান।
তুই হলে মাথার উপর এক ফালি আকাশ,
আমি ভুল করে ঢোকা একলা শঙ্খচিল।  
তুই আমার বাতাস, তবু ফিরতে হবে, এ কী মুশকিল!  
                                                                                                                
জানি ফেরার পর তুই আমায় হাঁটতে দেখলেও চিনবি না,
তোর দেওয়া এই ডাকনামে ভুল করেও আর ডাকবি না।
শুধু কোনও বাদলা দিনের ভোর,
তোর স্বপ্নে উড়বে কাঁচপোকাদের ভুল
ঘুমে কাঁদবি তুই,
আর গুনবো আমি বদলানোর মাশুল।