অন্ধকারের মাঝে আজ আমার বসতি
আলোর ছিটেফোঁটাও নেই কোথাও।
অন্ধকার আমাকে আলিঙ্গন করে মমতায়
আস্টেপেস্টে ধরে আজ নরক সুধায়।
আমার চেতনার ভাণ্ডার আজ জরাগ্রস্থ,
নিরাশার নিষ্পেষণে ফিরে পাই না বোধ
জ্ঞান হারিয়ে আজ আমি শুধু নির্বোধ।
অন্ধাকারে হাঁটি আমি, দৌড়াই অন্ধকারে,
তমসার মাঝেই আমি হারিয়েছি আমারে।
যেখানে অন্ধকার, আজ সেখানেই আমি,
অন্ধকারেই চলাফেরা, অন্ধকারেই থামি।
আমার অভিধান থেকে হারিয়েছে আলো,
অন্ধকারই পাওনা আমার, অন্ধকারই ভালো।