এ জগতে বাস্তব জগদ্দল পাথরের মতো,
সে বড় কঠিন, বুকে চেপে বসে বন্ধ করে দম,
হতাশার পাল্লা অনেক বেশী ভারী, আশা বড় কম।
চোখ খুলে যা দেখি তাই ভরিয়ে দেয় চোখ
বেদনার অশ্রুজলে, প্লাবন হয়ে যায় অবিরাম ক্রদন,
পাইনা আদর্শ কোথাও, সব দেখি মেকী,
অমানুষগুলো সব পড়ে আছে মানব খোলশ,
মানুষ হবার প্রতিযোগিতায় দেখি অমানবিকতা,
মানুষ পুড়িয়ে খায় স্বার্থের লেলিহান শিখা,
হাতেগোণা কয়েক জনের মতো আমিও লড়ি,
বাস্তবে মানুষ হবার সব চেষ্টা করে যাই।
জীবনের নানা পথ ঘুরে ঘুরে নিজে হই ছাই।  
জেগে উঠবার চেষ্টা করি অনন্ত-আপ্রাণ,  
পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি, দেখে যাই চারপাশ।
অমানুষগুলো কিলবিল করে, মানুষ হয় লাশ।
দুচোখ বন্ধ করে পড়ে থাকি ফের,
ক্লান্ত হয়ে হারাই স্বপ্নে আগের,  
আমার পৃথিবী যেনো আমারই মতো
অগোছালো, ছন্নছাড়া, বাঁধনহারা যতো।
আমি যেনো এক জীবন্ত শব,
বাস্তবে নেই হাসি, নেই কলরব,
জন্ম নিয়েই যেনো আগেভাগে মরি,
বাস্তব ভুলে তাই স্বপ্ন দেখি, স্বপ্নেই বাস করি।