কী সে মধুর কণ্ঠস্বর
আমায় অতীব যন্ত্রণায় করে কাতর,
এ মনে তোলে যতোসব অন্তর্দ্বন্দ্ব আর চিন্তার অশান্ত আলোড়ন?
সে কী নির্ভেজাল সত্য? নাকি কোনও ছলনাময়ীর প্রলোভন?
কোন সে অদেখা আলো
এ মনে আজ ঝড় ছড়ালো  
শৈশবসুলভ বিশ্বাস আর আশা জাগালো?
যে সব মিথ্যা আশার ছলনা
আমার আত্মাকে আঘাত করতে চায়
অবিরত স্বপ্নের ফাঁদে ফেলে যায়
আমার দুর্বলতাকে নিয়ে খেলে
সে আশাকে ছাই করে দেবো ধিক্কারের আগুণ জ্বেলে।
মিথ্যা আশা, স্বপ্নের ছলনাজাল
আমার নিরুপায় ভাগ্যকে করে বেসামাল
হাজারো কামনার বৃক্ষ শুধু নিষ্ফলাই থাকে
আমার মনকে এক নিবিড় বেদনার অন্ধকার গুহায় আবদ্ধ করে রাখে।
যে উচ্চাভিলাষ এ মনকে শুধু বিম্ভ্রান্তই করে
শীতল হৃদয়ে ছড়ায় ছলনার তাপ
আমি তারে করি ঘৃণা, দেই অভিশাপ।
স্থূল আপাত উজ্জ্বল সব প্রলোভন
সূক্ষ্ম পরিমার্জিত অনুভূতির উপর তোলে আলোড়ন
পরিশেষে স্বপ্ন ভাঙ্গা ক্রন্দনে হয় একাকার
আমি সেই প্রলোভনকে দেই ধিক্কার।
যে নাম, যশ, জয় ভবিষ্যতে হারায় সত্য দিক
আমি তারে ঘৃণাই করি, জানাই তারে ধিক।
যে আত্মীয়-আপনজন প্রীত করে যায় আবেগী এ মন
বিপথে ঠেলে দিয়ে সরে যায় দূরে
বিপদের কালে শোনে না চিৎকার
আমি তাদেরও জানাই ঘৃণা আর ধিক্কার।
যে জাগায় মনে প্রেম ক্ষণে ক্ষণে  
ছেড়ে যায় ফের রেখে নির্জনে
আশা জাগানিয়া মানুষ হয়েও ভুলে থাকতে পারে
বোধের দাঁর টেনে টেনে আমি ধিক্কার জানাই তারে।