সুখ উড়ে চলে গেলে সর্বনাশ তোমার!
দুঃখ তবে ঘরে ঢুকে করবে বন্ধ দ্বার?
সারা মুখে, দুই চোখে নামে অন্ধকার,
হাত বাড়ালেই মেলে ছোঁয়া হতাশার।
নিঃশ্বাস জোরে ফেলে যতো কর দ্বন্দ্ব,
কষ্টই বাড়বে শুধু, দমই হবে বন্ধ।
সুখ ফিরে আসবে, যতো কর বিশ্বাস,
সুখ পাখি আসেনা তো, অসুখের উপহাস।
দুঃখ এসে গেঁড়ে বসে সাথে নিয়ে বংশ,
হেথা দুঃখ, সেথা দুঃখ, সবকিছু ধ্বংস।
দেহ-মন গেছে সব দুঃখ মাঝে হারিয়ে,
আশা আর দেখোনাতো মুখটারে বাড়িয়ে?
বন্ধ ঘরের বাইরে সুখ পাখি বসে রয়,
কাছে আর আসে না, দেয়না তো পরিচয়।
ঝেড়ে ভ্রম, করে শ্রম দুঃখটারে রুখে দাও,
অনাবিল সুখে তুমি তোমারে ভরিয়ে নাও।
দুঃখ বলে কিছু নেই, এ তোমার সৃষ্টি,
প্রত্যয় আর পরিশ্রমে মেলে সুখ বৃষ্টি।