খুব তো বলেছিলে, পোড়ামুখী,
ঐ চোখে আর কখনও তাকাবেনা আমার দিকে,
দেখবে না আর এই অধমের শুষ্ক মুখ,
ফেলবে না পা দু’খানা আমার চৌকাঠে।  
লোলুপ কুকুরের মত তাড়া দিয়ে বলবে,
‘দূর হ, দূর হ, ভাগ!’
ফের যদি আসি, মুখে তুলবে বিষ।
অনলে পুড়বে দেহ, ভাঙবে কাঁচের মতন,
ফের যদি ফিরে আসি, করি জ্বালাতন।
মুখ ঘুরিয়ে তুমি দিয়েছিলে বলে,
ফিরে যদি আসি তবে মরবে ডুবে জলে।
তবে এখন কেঁদে কেঁদে নাম নাও কার?
সে নাম ভালো মতো জানা আছে আমার।  
বদ্ধ ঘরে একা হয়ে থাকো সারাক্ষণ,
অনুতাপে পোড়াও কেনো অভিমানী মন?
আড়াল হয়েছি জানি আমি দূরদেশে,
ফিরিনি কভু আর, করিনি তো জ্বালাতন।
তবে কেনো পুড়ছো তুমি তুষের মতন?
চোখের সামনে থেকে আমায় তাড়িয়েছো নিশ্চয়,  
মন থেকে তো তাড়াতে পারোনি মনে হয়।