এমন একটা সময় ছিল,
দিন ছিল,
রাত ছিল,
শুভ্রবর্ণা পায়রার পায়ের দিকে
অপলক তাকিয়ে থেকেই হতো
প্রতীক্ষিত প্রেয়সীর জন্য প্রতীক্ষার অবসান।
এই তো এলে প্রেমিকের প্রেমকাব্যে
পায়রার পায়ে জড়িয়ে
এক টুকরো চিরকুটে।
চিরকুটের বুকে লেখা, ‘ভালো থেকো,  
ভালোবাসি তোমায়, এ কথা মনে রেখো।’
বারংবার চিরকুটের প্রতিক্ষা একলা দুর্গছাঁদে বসে।
প্রতীক্ষার অবসানও ঘটে বারংবার।


এমন একটা সময় আসে,
দিন আসে,
রাত আসে,
যুদ্ধজয়ী বীরপুরুষ আসে রণাঙ্গন হতে
বাহুডোরে বাঁধে প্রতীক্ষিত প্রেয়সীরে।
‘যাবেনা তো ফের আমাকে ছেড়ে?’ প্রিয়া শুধোয়,
‘ছেড়ে চলেই গেলে ফের বোধ হয়।’
‘এ বিশ্বাস রেখো মনে ধরে,
গেলেও ফিরবো আবার তোমার অঞ্চলে
বীরের বেশে যুদ্ধ করে।
তোমাকেই যখন করেছি জয়,
ফিরবোই জানি, মনে নেই ভয়।’


যুদ্ধজয়ী সেনা এমন করেই লড়ে,
যুদ্ধে বিজয়ী হয়ে তবে ফেরে ঘরে,
প্রেয়সীর প্রতীক্ষার হয় অবসান।
প্রেয়সীর মুখ দর্শন আর যুদ্ধ জয় যে সমানে সমান।