স্টিমের বদলে পেট্রোলে চলছে মেট্রো রেল,
মাটির চুলো বদলে গেছে গ্যাস স্টোভের আদলে,
প্রকৃতির ঝরনা এলো বাথরুমের স্প্রিং ফিটিংসে,
যাত্রামঞ্চ, বৈশাখী মেলায় পাওয়া আনন্দ গেছে বদলে,
হোয়াটসঅ্যাপ, ফেইসবুক, ইউটিউবে মত্ত সবাই,
জীবনের ধাপে ধাপে আজ বদলের গান গেয়ে যাই।  
ঘোড়ার গাড়ি যাচ্ছে ইতিহাসের বাড়ি, টমটম অতীত এখন,  
জেট মিগ বোয়িংএ আজ মানুষ দেয় উড়াল,
যা ছিলো অতিদূর আজ হলো হাতের নাগাল।  
চাঁদ পেরিয়ে মঙ্গল, মঙ্গল পেরিয়ে বুধ,
বুধ ছেড়ে ছোঁয়া নেবে বৃহস্পতি, শনির।
সাইকেল ইতিহাস হবে ভক্স-ওয়াগনে,
মানুষ বদলে যাবে প্রতি ক্ষণে ক্ষণে।
বাহির বদলে গেছে, বদলে যাবে ভিতর।
বদলাইনি আমরা দুজন, পুরানোটাই আছি,
ভেতরে-বাহিরে আছি খাঁটি ষোল আনা।
যা বদলানোর আছে বদলে যাক তা,
আমাদের বদলে যেতে আছে ঢের মানা।