মায়ার ছলে ডাকলে কেহ যেতাম কাছে ছুটে,  
হয়তো পায়ে বিঁধতো কাঁটা, যেতো কেটেকুটে।  
রক্ত ঝরে লাগতো ব্যথা, যাইনি তবু থেমে,  
হয়তো কিছু উপরে উঠে আবার গেছি নেমে।  
কে ভালো আর কেবা খারাপ-যাচাই করিনিতো,
যা পেয়েছি তাই খেয়েছি-মিষ্টি, টক বা তিতো।
সময়ে কী আর অসময়ে কী? বেলার হিসেব নাই,  
বুঝিনিতো কোনটা রতন, কোনটা ছিলো ছাই।    
কিসের নেশায় ধরতো আমায় চারিদিকে চেপে,
সহজ সরল মানুষ ছিলাম, দেখিনি তো মেপে।
ঠকেছি না লাভ করেছি- হিসেবে কিসের তার!
মিষ্টি কথা শুনলে কানে লাগতো চমৎকার।  
'এটা পাবি', 'ওটা পাবি' বলতো লোকে যাহা,
শুনে আমার বিষম খাওয়া শব্দ হতো 'আহা!'
জীবন জুয়ায় মত্ত থেকে পাপ হলো না পূণ্য?
সে বিচার আর করবো কীসে? প্রাপ্তী-খাতা শুণ্য।
হাওয়ার তালে ছুটে ছুটে ছিঁড়তো চটি জোড়া,
মাথা খেটে দেখিনিতো কপাল আমার পোড়া।
থেকে থেকে কতো বেলা গেলো আমার চলে,
বুদ্ধি বুঝি খুলবে আমার মরার সময় হলে!  
ভাগ্য সিঁকে ছিঁড়ে গেছে, পুড়লো আশার সুতো।
ভুল বুঝে তাই নিজের গালে নিজেতে দেই গুতো।  
দেহের উপর রোগের বোঝা, ঝরলো মাথার চুল,
হায়! এতোটা কাল যা করেছি সবই ছিলো ভুল!