আমার মনাকাশের অসীম দিগন্তে
প্রণয়ের সূর্য উঠেছে একবারই
জ্বলজ্বল করছে তপ্ত লাল শিখায়
অনির্বাণ অনলের স্রোতধারা
আলোকিত করে পৃথিবীময়।
সহসা উছলে উঠে তোমার প্রেম
গভীর সাগরে শুধু খায় হাবুডুবু,
বজ্র নিনাদে আছড়ে পরে বালুতটে,
জোয়ারে উত্তাল তুমি,
ভাঁটায় যেনো যাও পিছু হটে।
তোমার প্রেমতরীতে সঙ্গী শুধু আমি,
তোমার হাত ধরে চলি,
তোমার হাত ধরে যাই থামি।
আর কেউ নেই আমার,
কেউ লাগে না আমার আর কোন কাজে,
তুমি আর সাগরের গুঞ্জন কানে এসে বাজে।
আকাশে জ্বলজ্বল করে বেখেয়ালি সূর্য,
নিচে সাগরের অদম্য সব ঢেউ,
তোমার-আমার ছোট এ তরী,
থামাতে কি আর পারবে কেউ?
সূর্যের আলো ঢেউয়ে এসে পড়ে,
তরঙ্গে মিশে করে শুধু ঝিকিমিকি,
সে আলোয় ভেসে তোমার সোনামুখ,
উন্মুখ চাহুনিতে বারবার দেখি।
অপলক দৃষ্টিতে শুধু তোমার বদন,
এ বুকেও উঠে যেন ঢেউয়ের কাঁপন।
আমি পৃথিবীকে পাই কাছে
তুমি আছো পাশে।
আকাশ আছে বলেই বুঝি সূর্যটা হাসে।
সূর্যের খেলায় চলে জোয়ার-ভাঁটা অবিরাম।
তুমি আছো বলেই চলে বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম।